Ajker Patrika

আশ্রয় পেল উদ্ধার হওয়া নবজাতক

খাগড়াছড়ি প্রতিনিধি
আশ্রয় পেল উদ্ধার হওয়া নবজাতক

খাগড়াছড়ি সরকারি কলেজের শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতককে এক দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহেরের আদালত স্মৃতি বিকাশ চাকমা নামে নারীর জিম্মার আদেশ দেন।

আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবছার হোসেন রনি বলেন, নবজাতককে জিম্মায় পেতে ৫ জন আবেদন করেন। স্মৃতি বিকাশ চাকমা একজন সরকারি চাকরিজীবী। চিকিৎসকের মতামত ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আদালত নবজাতককে এ পরিবারের জিম্মায় প্রদানের আদেশ দিয়েছেন।

এর আগে গত সোমবার দুপুরে কলেজের ছাত্রীদের কমন রুমের শৌচাগার থেকে কান্নার শুনে নবজাতককে উদ্ধার করে কর্তৃপক্ষ। এরপর থেকে নবজাতকটি খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত