Ajker Patrika

মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবি প্রধান

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবি প্রধান

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গরু চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের পর সীমান্ত পরিদর্শনে এসেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

আজ মঙ্গলবার সীমান্তের বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের জন্য ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন তিনি। 

সকালে বিজিবির মহাপরিচালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘুমধুম এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপি পরিদর্শন করেন। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি মহাপরিচালক ঘুমধুম সীমান্ত পরিদর্শনের পাশাপাশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ২-এর অধিনায়ক লে. কর্নেল ক্যায়া নাইং স্যুয়েসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। 

বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দেওয়া এবং তাদের খোঁজ নেন। এ সময় বিজিবি ও বিজিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান মো. শরীফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত