সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৫ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৬ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১১ মিনিট আগে