Ajker Patrika

চবি শিক্ষকের বাড়িতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চবি প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ২১: ২৮
চবি শিক্ষকের বাড়িতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের বাড়িতে হামলা ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছেন। 

বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৭ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলায় মহিলা ও শিশু সদস্যসহ চারজন আহত হন। 

তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছে। 

প্রকৃতপক্ষে হামলার সময় চবি শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরে অবস্থান করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। 

বিবৃতিতে নেতারা শিক্ষক মো. তারেক চৌধুরীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও তাঁর বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত