চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের বাড়িতে হামলা ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৭ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলায় মহিলা ও শিশু সদস্যসহ চারজন আহত হন।
তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছে।
প্রকৃতপক্ষে হামলার সময় চবি শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরে অবস্থান করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।
বিবৃতিতে নেতারা শিক্ষক মো. তারেক চৌধুরীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও তাঁর বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের বাড়িতে হামলা ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৭ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলায় মহিলা ও শিশু সদস্যসহ চারজন আহত হন।
তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছে।
প্রকৃতপক্ষে হামলার সময় চবি শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরে অবস্থান করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।
বিবৃতিতে নেতারা শিক্ষক মো. তারেক চৌধুরীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও তাঁর বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৪ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৪ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৪ ঘণ্টা আগে