পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরামে কোরবানির পশুর চামড়া নিয়ে মানুষ এবারও বিপাকে। বলতে গেলে পানির দরেই বিক্রি হয়েছে পশুর চামড়া। গরুর চামড়া সর্বোচ্চ ১০০ টাকা ও ছাগলের চামড়া ১০ টাকায় বিক্রি হয়েছে।
পরশুরামে বড় গরুর চামড়া সর্বোচ্চ ১০০ টাকায় নেওয়া হয়। চামড়ার বাজারে ধস নামায় দুস্থরা বঞ্চিত হয়েছেন। মৌসুমি ব্যবসায়ীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো জানান মির্জানগর ইউনিয়নের গরুর চামড়া সর্বোচ্চ ১00 টাকা দরে বিক্রি হয়েছে।
মো. নুরুজ্জামান ভুট্টো আরও জানান, তারা মহিষ দিয়ে কোরবানি দিয়েছেন আড়াই লাখ টাকা দিয়ে সেই মহিষের চামড়াও বিক্রি করেছেন মাত্র ১00 টাকায়।
সত্যনগর গ্রামের আব্দুল খালেক জানান তিনি দেড় লাখ টাকা দামের গরু দিয়ে কোরবানি দিয়েছেন। তার গরুর চামড়া বিক্রি করেছেন ১০০ টাকা।
বক্সমাহমুদ এলাকায় কর্মরত সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন খান জানান তাদের এলাকায় গত বছরের মতো এবারও কেউ চামড়া কিনতে না যাওয়ায় স্থানীয় লোকজন নিকটবর্তী মাদ্রাসায় চামড়া দিয়ে দেন। ইয়াসিন আরো জানান তাদের এলাকায় সর্বোচ্চ ১00 টাকা দরে চামড়া বিক্রির খবর শোনা গেছে। চিথলিয়া ইউনিয়নের বাসিন্দা ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিম জানান চিতলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ১00 টাকা দরে চামড়া বিক্রি করার খবর শুনা গেছে। মহিম আরো জানান তিনি নিজেও তার কোরবানির পশুর চামড়া ১00 টাকা দরে বিক্রি করেছেন।
পরশুরাম এলাকার অন্যতম চামড়া ব্যবসায়ী তহিদুল ইসলাম জানান তিনি প্রায় ৪০০ চামড়া কিনেছেন প্রতি পিস চামরা ১০০ টাকা দরে।
পরশুরামে কোরবানির পশুর চামড়া নিয়ে মানুষ এবারও বিপাকে। বলতে গেলে পানির দরেই বিক্রি হয়েছে পশুর চামড়া। গরুর চামড়া সর্বোচ্চ ১০০ টাকা ও ছাগলের চামড়া ১০ টাকায় বিক্রি হয়েছে।
পরশুরামে বড় গরুর চামড়া সর্বোচ্চ ১০০ টাকায় নেওয়া হয়। চামড়ার বাজারে ধস নামায় দুস্থরা বঞ্চিত হয়েছেন। মৌসুমি ব্যবসায়ীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো জানান মির্জানগর ইউনিয়নের গরুর চামড়া সর্বোচ্চ ১00 টাকা দরে বিক্রি হয়েছে।
মো. নুরুজ্জামান ভুট্টো আরও জানান, তারা মহিষ দিয়ে কোরবানি দিয়েছেন আড়াই লাখ টাকা দিয়ে সেই মহিষের চামড়াও বিক্রি করেছেন মাত্র ১00 টাকায়।
সত্যনগর গ্রামের আব্দুল খালেক জানান তিনি দেড় লাখ টাকা দামের গরু দিয়ে কোরবানি দিয়েছেন। তার গরুর চামড়া বিক্রি করেছেন ১০০ টাকা।
বক্সমাহমুদ এলাকায় কর্মরত সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন খান জানান তাদের এলাকায় গত বছরের মতো এবারও কেউ চামড়া কিনতে না যাওয়ায় স্থানীয় লোকজন নিকটবর্তী মাদ্রাসায় চামড়া দিয়ে দেন। ইয়াসিন আরো জানান তাদের এলাকায় সর্বোচ্চ ১00 টাকা দরে চামড়া বিক্রির খবর শোনা গেছে। চিথলিয়া ইউনিয়নের বাসিন্দা ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিম জানান চিতলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ১00 টাকা দরে চামড়া বিক্রি করার খবর শুনা গেছে। মহিম আরো জানান তিনি নিজেও তার কোরবানির পশুর চামড়া ১00 টাকা দরে বিক্রি করেছেন।
পরশুরাম এলাকার অন্যতম চামড়া ব্যবসায়ী তহিদুল ইসলাম জানান তিনি প্রায় ৪০০ চামড়া কিনেছেন প্রতি পিস চামরা ১০০ টাকা দরে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে