Ajker Patrika

কুমিল্লায় মলম পার্টি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মলম পার্টি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম থেকে আন্তজেলা মলম পার্টি চক্রের সাত সদস্যকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়। 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, লাকসামের বাতাখালী এলাকার মিশুকচালক মো. দুলাল মিয়া নামের একজন ভুক্তভোগী অভিযোগ করেন অজ্ঞাতনামা চার যাত্রী তাঁর অটোরিকশা ভাড়ায় চড়েন। পথিমধ্যে ওই যাত্রীরা একটি চা-দোকানে চা খাওয়ার জন্য নামেন। ওই সময় চালককে তাঁরা চা খাইয়ে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর চালক অচেতন হয়ে পড়েন। তখন ওই যাত্রীরা তাঁকে রাস্তায় ফেলে অটোরিকশা, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে লাকসাম থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় লাকসামের বিজরা বাজার এলাকা থেকে গতকাল রোববার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার পণ্যবাহী এলাকার মো. শাহজাহান (২৬), মিজানুর রহমান (৩১), কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার নুর ইসলাম (২৪), মো. মিজান (২৩), নওতলার এলাকার মো. সুমন আহমেদ (২৫), মুরাদনগরের নহল এলাকার মো. হানিফ (৩২) ও বড়ইয়াকুরি এলাকার শিপন মিয়া (২৩)। 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, দলনেতা মো. শাহজাহানের গ্রুপে আট-দশজন সক্রিয় সদস্য রয়েছেন। তাঁরা কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে খাবারে বিষ প্রয়োগ করে মিশুক ও অটোরিকশাচালকদের অচেতন করে সর্বস্ব লুটে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত