কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ভূয়া ডিবি পুলিশের পরিচয়দানকারী সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার চক্রটি গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সুকৌশলে মোবাইল সেট হাতে নেয়। পরে সেই মোবাইল সেট থেকে কৌশলে সব নাম্বার কপি করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। পরে বিভিন্ন নাম্বারে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুল ইসলাম ইয়াবাসহ ধরা পড়েছে বলে জানায়। তাকে ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকাও দাবী করা হয়। বিষয়টি তার স্বজনরা ৯৯৯ নাম্বারে জানিয়ে পুলিশের সহযোগিতা চায়। কুমিল্লা জেলা পুলিশের ডিবি একটি টিম বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
এদিকে সাইফুল ইসলাম এ নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করলে আসামিদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দুই নারীসহ এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্নস্থানে অপকর্ম করে আসছিল। এছাড়াও করোনাকালীন ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতিও করেছে চক্রটি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ভূয়া ডিবি পুলিশের পরিচয়দানকারী সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার চক্রটি গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সুকৌশলে মোবাইল সেট হাতে নেয়। পরে সেই মোবাইল সেট থেকে কৌশলে সব নাম্বার কপি করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। পরে বিভিন্ন নাম্বারে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুল ইসলাম ইয়াবাসহ ধরা পড়েছে বলে জানায়। তাকে ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকাও দাবী করা হয়। বিষয়টি তার স্বজনরা ৯৯৯ নাম্বারে জানিয়ে পুলিশের সহযোগিতা চায়। কুমিল্লা জেলা পুলিশের ডিবি একটি টিম বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
এদিকে সাইফুল ইসলাম এ নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করলে আসামিদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দুই নারীসহ এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্নস্থানে অপকর্ম করে আসছিল। এছাড়াও করোনাকালীন ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতিও করেছে চক্রটি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
১ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩ ঘণ্টা আগে