Ajker Patrika

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসে মারা পড়ল ইরাবতী ডলফিন

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসে মারা পড়ল ইরাবতী ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসে মারা পড়ল একটি ডলফিন। আজ মঙ্গলবার দুপুরে উখিয়ার পাটুয়ারটেক সৈকত থেকে ডলফিনটি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ‘দুপুরের দিকে পাটুয়ারটেক সৈকতে জীবিত অবস্থায় ডলফিনটি ভেসে এসে আটকা পড়ে। এরপর স্থানীয় জেলে ও সৈকত কর্মীরা ডলফিনটি উদ্ধার করে ফের সৈকতে ছেড়ে দেয়। তবে কিছুক্ষণ পর ডলফিনটি মৃত অবস্থায় ভেসে উঠে। ডলফিনটির পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খোঁজ নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে। তবে ডলফিন বন্যপ্রাণী সংরক্ষণের আওতায়। এ জন্য বন বিভাগই বিষয়টি দেখভাল করেন।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটির দৈর্ঘ্য সাড়ে ৬ ফুট মতো। কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত