কক্সবাজার প্রতিনিধি
তিন দিনের জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসবে মেতেছে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জনগোষ্ঠীরা। গতকাল বুধবার জেলার আট উপজেলায় শুরু হওয়া এ উৎসব আগামীকাল শুক্রবার মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী এ উৎসব পালন করে থাকে।
এ জনগোষ্ঠীর নাগরিকেরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাখাইন অব্দের ১৩৮৫ বিদায় নিয়েছে এবং ১৩৮৬ অব্দ শুরু হয়েছে। পুরোনো বছরে হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বছরে যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন-তার জন্য এ উৎসব ভূমিকা রাখে।
এ সময় রাখাইনদের ঘরে ঘরে উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। নারী-পুরুষেরা দল বেঁধে মন্দিরে গিয়ে বুদ্ধস্নানের মাধ্যমে সামনের বছর দুর্দশা থেকে মুক্তিলাভের প্রার্থনা করেন। এ উৎসব চলাকালে রাখাইন তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে সেজেগুজে মণ্ডপে মণ্ডপে ঘুরে উৎসব পালন করে।
সরেজমিনে দেখা যায়, জলকেলি উৎসবকে ঘিরে কক্সবাজার শহরের টেকপাড়া, চাউলবাজার, বৌদ্ধমন্দির সড়ক, বড় বাজারের রাখাইনপল্লিতে অন্তত ২০টি মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি সদরের চৌফলদণ্ডী ও খুরুশকুল, মহেশখালী, টেকনাফ, রামু, চকরিয়া পেকুয়ায় শতাধিক মণ্ডপে চলছে জলকেলি উৎসব।
শহরের টেকপাড়ায় দেখা যায়, শামিয়ানা টাঙানো বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে নৌকাভর্তি পানি নিয়ে সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। নানা বয়সের মানুষের আনাগোনা উৎসবস্থলে। দল বেঁধে রাখাইন তরুণেরা নৌকার পাশ দিয়ে যেতেই তরুণীরা পানি ছিটিয়ে মারছে। জবাবে তরুণেরাও পানি ছুটে মারছে।
এ সময় নেচে গেয়ে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা।
উৎসবে আসা নীলা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের প্রাণের উৎসব। মঙ্গল জলে নতুন বছরকে স্বাগত জানানোর অনুভূতি অন্যরকম।’
বৌদ্ধমন্দির সড়কের মং হ্লা রাখাইন জানান, সাংগ্রাই পোয়েই তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব চলছে।
জলকেলির এ উৎসবে প্রতিবছর সহযোগিতা দিয়ে আসছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। এ কেন্দ্রের পরিচালক ও রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মং চেং হ্লা বলেন, ‘খুবই উৎসবমুখর পরিবেশে জেলার ৪০ হাজার রাখাইন তিন দিনের এই জলকেলিতে বা সাংগ্রাই উৎসবে মেতেছেন। শুক্রবার মঙ্গল প্রার্থনায় এ উৎসব শেষ হবে।’
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, রাখাইন সম্প্রদায়ের অন্যতম এই উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয় এ জন্য পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
তিন দিনের জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসবে মেতেছে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জনগোষ্ঠীরা। গতকাল বুধবার জেলার আট উপজেলায় শুরু হওয়া এ উৎসব আগামীকাল শুক্রবার মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী এ উৎসব পালন করে থাকে।
এ জনগোষ্ঠীর নাগরিকেরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাখাইন অব্দের ১৩৮৫ বিদায় নিয়েছে এবং ১৩৮৬ অব্দ শুরু হয়েছে। পুরোনো বছরে হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বছরে যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন-তার জন্য এ উৎসব ভূমিকা রাখে।
এ সময় রাখাইনদের ঘরে ঘরে উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। নারী-পুরুষেরা দল বেঁধে মন্দিরে গিয়ে বুদ্ধস্নানের মাধ্যমে সামনের বছর দুর্দশা থেকে মুক্তিলাভের প্রার্থনা করেন। এ উৎসব চলাকালে রাখাইন তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে সেজেগুজে মণ্ডপে মণ্ডপে ঘুরে উৎসব পালন করে।
সরেজমিনে দেখা যায়, জলকেলি উৎসবকে ঘিরে কক্সবাজার শহরের টেকপাড়া, চাউলবাজার, বৌদ্ধমন্দির সড়ক, বড় বাজারের রাখাইনপল্লিতে অন্তত ২০টি মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি সদরের চৌফলদণ্ডী ও খুরুশকুল, মহেশখালী, টেকনাফ, রামু, চকরিয়া পেকুয়ায় শতাধিক মণ্ডপে চলছে জলকেলি উৎসব।
শহরের টেকপাড়ায় দেখা যায়, শামিয়ানা টাঙানো বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে নৌকাভর্তি পানি নিয়ে সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। নানা বয়সের মানুষের আনাগোনা উৎসবস্থলে। দল বেঁধে রাখাইন তরুণেরা নৌকার পাশ দিয়ে যেতেই তরুণীরা পানি ছিটিয়ে মারছে। জবাবে তরুণেরাও পানি ছুটে মারছে।
এ সময় নেচে গেয়ে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা।
উৎসবে আসা নীলা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের প্রাণের উৎসব। মঙ্গল জলে নতুন বছরকে স্বাগত জানানোর অনুভূতি অন্যরকম।’
বৌদ্ধমন্দির সড়কের মং হ্লা রাখাইন জানান, সাংগ্রাই পোয়েই তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব চলছে।
জলকেলির এ উৎসবে প্রতিবছর সহযোগিতা দিয়ে আসছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। এ কেন্দ্রের পরিচালক ও রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মং চেং হ্লা বলেন, ‘খুবই উৎসবমুখর পরিবেশে জেলার ৪০ হাজার রাখাইন তিন দিনের এই জলকেলিতে বা সাংগ্রাই উৎসবে মেতেছেন। শুক্রবার মঙ্গল প্রার্থনায় এ উৎসব শেষ হবে।’
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, রাখাইন সম্প্রদায়ের অন্যতম এই উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয় এ জন্য পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১০ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৪ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে