কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরে অস্ত্র বিক্রি করতে এসে মো. আলম (৩৪) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের তোতকখালী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় একটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য জানান।
আটক মো. আলম টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এইচের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সম্প্রতি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের মুছুনি এলাকা ও পার্শ্ববর্তী হ্নীলা এলাকায় অপহরণকারীরা বিভিন্ন পেশার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছে। এসব ঘটনা যাচাই-বাছাই ও জড়িতদের অস্ত্রের জোগান দাতাদের শনাক্তকরণে র্যাবের একটি গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার বিকেলে র্যাবের একটি দল অস্ত্র বেচাকেনার খবর পেয়ে কক্সবাজার সদরের পিএমখালীতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা নাগরিক মো. আলমকে একটি অস্ত্র ও একটি কার্তুজসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে টেকনাফের হ্নীলা এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের অপহরণকারীদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর ব্যবহৃত জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।
কক্সবাজার সদরে অস্ত্র বিক্রি করতে এসে মো. আলম (৩৪) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের তোতকখালী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় একটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য জানান।
আটক মো. আলম টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এইচের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সম্প্রতি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের মুছুনি এলাকা ও পার্শ্ববর্তী হ্নীলা এলাকায় অপহরণকারীরা বিভিন্ন পেশার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছে। এসব ঘটনা যাচাই-বাছাই ও জড়িতদের অস্ত্রের জোগান দাতাদের শনাক্তকরণে র্যাবের একটি গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার বিকেলে র্যাবের একটি দল অস্ত্র বেচাকেনার খবর পেয়ে কক্সবাজার সদরের পিএমখালীতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা নাগরিক মো. আলমকে একটি অস্ত্র ও একটি কার্তুজসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে টেকনাফের হ্নীলা এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের অপহরণকারীদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর ব্যবহৃত জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।
মুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৫ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
২৯ মিনিট আগেযশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার সকালে এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
৩৯ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে একটি হাতির শাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে শাবকটি মারা গেছে। এই তথ্য প্রথমে গোপন রাখেন পার্ক কর্তৃপক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ তথ্যের সত্যতা...
১ ঘণ্টা আগে