বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিপুণ চাকমা চোগা (৩৫) নামের এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুই ব্যক্তি। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় নিপুণ চাকমার। বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেন।
মৃত নিপুণ চাকমা বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। এই হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে (এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে জেএসএস এমএন লারমা গ্রুপ। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
ইউপিডিএফের (প্রসিত) বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। সেখানে ইউপিডিএফের কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় জেএসএসের (এমএন লারমা) দুই সন্ত্রাসী অতর্কিত ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে নিপুণ চাকমা চোগা মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
জেএসএসের (এমএন লারমা) উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের দল কোনোভাবেই জড়িত নয় দাবি করে বলেন, এটি ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে।
বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল শনিবার রাতে বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় এখনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে একই উপায়ে গুলি করে হত্যা করে দুর্বত্তরা। ওই ঘটনায় জেএসএসকে (সন্তু লারমা) দায়ী করে ইউপিডিএফ। পরে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা বাদী হয়ে সাজেক থানায় মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিপুণ চাকমা চোগা (৩৫) নামের এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুই ব্যক্তি। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় নিপুণ চাকমার। বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেন।
মৃত নিপুণ চাকমা বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। এই হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে (এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে জেএসএস এমএন লারমা গ্রুপ। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
ইউপিডিএফের (প্রসিত) বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। সেখানে ইউপিডিএফের কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় জেএসএসের (এমএন লারমা) দুই সন্ত্রাসী অতর্কিত ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে নিপুণ চাকমা চোগা মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
জেএসএসের (এমএন লারমা) উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের দল কোনোভাবেই জড়িত নয় দাবি করে বলেন, এটি ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে।
বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল শনিবার রাতে বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় এখনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে একই উপায়ে গুলি করে হত্যা করে দুর্বত্তরা। ওই ঘটনায় জেএসএসকে (সন্তু লারমা) দায়ী করে ইউপিডিএফ। পরে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা বাদী হয়ে সাজেক থানায় মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
৭ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
১৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
২৫ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
২৮ মিনিট আগে