আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেরির বড়ি খেয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদা জয়পুর গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার মেয়ে। সে একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের দিলু মিয়ার ছেলে নুর মোহাম্মদের সঙ্গে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি। কিছু দিন আগে মেয়েকে কুমিল্লায় এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। ছেলেটি সেখানে গিয়ে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে। জানতে পেরে পরিবার মেয়েটিকে আবার বাড়িতে নিয়ে আসে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে শাসন করে। এর জেরেই সে সোমবার সন্ধ্যায় কেরির বড়ি (চালের পোকা তাড়ানোর কীটনাশক) খেয়ে ফেলে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমঘটিত বিষয় থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেরির বড়ি খেয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদা জয়পুর গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার মেয়ে। সে একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের দিলু মিয়ার ছেলে নুর মোহাম্মদের সঙ্গে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি। কিছু দিন আগে মেয়েকে কুমিল্লায় এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। ছেলেটি সেখানে গিয়ে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে। জানতে পেরে পরিবার মেয়েটিকে আবার বাড়িতে নিয়ে আসে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে শাসন করে। এর জেরেই সে সোমবার সন্ধ্যায় কেরির বড়ি (চালের পোকা তাড়ানোর কীটনাশক) খেয়ে ফেলে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমঘটিত বিষয় থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’
জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।
৯ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাবর্তন অনুষ্ঠানে ডি. লিট ডিগ্রি পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি দেওয়া হচ্ছে।
১৩ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নিয়মতান্ত্রিক আন্দোলনের জায়গা থাকলেও কিছু ব্যক্তির আচরণ সেই ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে।আজ সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বল
১৫ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
২০ মিনিট আগে