Ajker Patrika

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫: ০০
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ করা হয়।

এ সময় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গো-হাটা বাসভবন থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গোডাউন রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহসভাপতি দেলোয়ার হোসেন শিমুল, আব্দুল্লাহ আল খালেদ, সোহেল আদনান, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত