Ajker Patrika

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭: ২২
বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত
বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬৩ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ৪৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) ও সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

গতকাল চৌমুহনী বাজার রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫-৩০ জন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ফেস্টুন, তিনটি লাঠি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত