Ajker Patrika

মুক্তিপণ না দেওয়ায় শিশুকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ মে ২০২৩, ১৭: ৫৮
মুক্তিপণ না দেওয়ায় শিশুকে পিটিয়ে হত্যা

অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় রহিম নামে ১১ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা মাজার গেটে নির্মাণাধীন ভবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আজম খানসহ (৩২) দুজনকে গ্রেপ্তার করেছে। 

নিহত শিশুটি পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার সেলিম উদ্দীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খান শিশুকে অপহরণ করে। ওই দিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।’ 

গ্রেপ্তার দুজনের জবানবন্দি সূত্রে জানা যায়, শিশু রহিমকে টাকার জন্য আজম খান অপহরণ করে। রহিমের শারীরিক গঠন ভালো ছিল। আজমকে শিশুটি চিনতে পেরেছিল। আজম খানের সঙ্গে শিশুটির ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে রহিমকে নির্মাণাধীন ভবনে নিয়ে গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত