চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ছয়জন চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের দুই কর্মীর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে একে–অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
সিক্সটি নাইন গ্রুপের নেতা কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা মির্জা খবীর সাদাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের আকিব জাবেদ নামে এক কর্মী মদ্যপ অবস্থায় আমানত হলের সামনে এসে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে মীমাংসা করা হচ্ছে।’
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগ ডের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিনিয়র নেতারা মীমাংসা করছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য ঝামেলা হয়েছে। আমরা দুই পক্ষকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ছয়জন চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের দুই কর্মীর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে একে–অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
সিক্সটি নাইন গ্রুপের নেতা কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা মির্জা খবীর সাদাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের আকিব জাবেদ নামে এক কর্মী মদ্যপ অবস্থায় আমানত হলের সামনে এসে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে মীমাংসা করা হচ্ছে।’
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগ ডের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিনিয়র নেতারা মীমাংসা করছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য ঝামেলা হয়েছে। আমরা দুই পক্ষকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
১৭ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে