Ajker Patrika

চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিব হোসাইন ওরফে মিরাজকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মহানগরীর বাদুরতলা এলাকায় এমএফসি নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক। 

জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চেকের মাধ্যমে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায় ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে থানায মামলা দায়ের করেন। পরে তিনি দীর্ঘদিন দেশে–বিদেশে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি স্পিনা রাণী প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামি চেক প্রতারণার পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে চেক প্রতারণার আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত