Ajker Patrika

টেকনাফে মিনিবাসের ধাক্কায় টমটমের চার শিক্ষার্থীসহ আহত ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৪
টেকনাফে মিনিবাসের ধাক্কায় টমটমের চার শিক্ষার্থীসহ আহত ৫

টেকনাফের হ্নীলার লেদায় কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে বেপরোয়া গতির মিনিবাসের ধাক্কায় টমটম গাড়ির চার স্কুলছাত্রসহ পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। 

আহতরা হলো আল ফালাহ একাডেমির স্ট্যান্ডার্ড-৪-এর ছাত্র নুরুল আমিন। তার অবস্থা আশঙ্কাজনক। হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরাফাত ও শহিদুল হাসান। তারা উভয়ে এসএসসি পরীক্ষার্থী। অপরজন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। এ ঘটনায় টমটমচালক দমদমিয়ার সবুজ মারাত্মকভাবে আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুলছাত্রদের নিয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে টমটম গাড়ি হ্নীলার দিকে যাচ্ছিল। গাড়িটি লেদা বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পৌঁছালে টেকনাফমুখী বেপরোয়া গতির মিনিবাস (সরাসরি স্পেশাল সার্ভিস, নম্বর-কক্সবাজার-জ-১১-০২০৫) টমটম গাড়িকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায়। 

স্থানীয় ও পথচারীরা দেখতে পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে যায়। পরে টেকনাফ হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি জব্দ করে। 

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের পরিদর্শক এ কে এম মনজুরুল হাসান আকন্দ বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে স্থানীয় ও জেলা পর্যায়ে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশের পরিদর্শক আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও মিনিবাসটি জব্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত