Ajker Patrika

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬: ০০
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামে দেড় বছরের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে প্রতিবেশী জুয়েল মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় শিশুটিকেও উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকার একটি বাসা থেকে অপহরণকারীকে গ্রেপ্তারের পাশাপাশি শিশুটিকে উদ্ধার করা হয়।

আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর মুখপাত্র ও সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

জুয়েল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানার মনোহরপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি বায়েজিদ এলাকায় থাকতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭-এর মুখপাত্র মো. নুরুল আবছার জানান, অপহৃত শিশুটির পরিবার বায়েজিদ জালালাবাদ এলাকায় ভাড়া ঘরে থাকেন। প্রতিবেশী জুয়েল মিয়া বিভিন্ন সময়ে তাঁদের বাসায় যাওয়া-আসা করতেন। গত শনিবার বাসার পাশে খেলা করার সময় চকলেট ও চিপস কিনে দেওয়ার নাম করে শিশুটিকে নিয়ে যান জুয়েল। পরে শিশুটির বাবা পিয়ার মোহাম্মদকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা র‍্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে জুয়েল মিয়াকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত