চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে ফাঁস দেওয়া অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে প্রথমে ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে এবং কারা উদ্ধার করল এ বিষয়ে কারও সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের লাশঘরে আছে ৷ তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রকিবা নবী আজকের পত্রিকাকে বলেন, ‘হলে সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। জানালার গ্রিলের সঙ্গে সে কিছু একটা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানতে পেরেছি। ওর স্বামীকে খবর দেওয়া হলে তিনি তাঁকে উদ্ধার করেন। ওরা কিছুদিন আগেই বিয়ে করেছে, অনেকেই জানেন না সেটা।’
আত্মহত্যাচেষ্টার কারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর বন্ধু-বান্ধবরা জানিয়েছে অসুস্থতার কারণে শেষ সেমিস্টারের পরীক্ষা ভালো করে দিতে পারে নাই। দু-একটা পরীক্ষা দিতে পারে নাই। এসব নিয়ে সে ডিপ্রেশনে ছিল। কী করবে না করবে এসব নিয়ে সহপাঠীদের জানিয়েছিল। তবে ওই ছাত্রীকে হল থেকে কীভাবে উদ্ধার করা হলো এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল কি না, তাও জানা যায়নি।
প্রাধ্যক্ষ ড. রকিবা নবী আরও বলেন, ‘আমরা শুনেছি তাঁর ক্লাসমেটরা দেখেছে, চিৎকার করেছে। পরে তাঁর স্বামী উদ্ধার করেছে।’ তবে দরজা ভেতর থেকে খোলা ছিল নাকি বন্ধ ছিল তা জানা নেই বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। জেনে জানাব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে ফাঁস দেওয়া অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে প্রথমে ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে এবং কারা উদ্ধার করল এ বিষয়ে কারও সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের লাশঘরে আছে ৷ তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রকিবা নবী আজকের পত্রিকাকে বলেন, ‘হলে সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। জানালার গ্রিলের সঙ্গে সে কিছু একটা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানতে পেরেছি। ওর স্বামীকে খবর দেওয়া হলে তিনি তাঁকে উদ্ধার করেন। ওরা কিছুদিন আগেই বিয়ে করেছে, অনেকেই জানেন না সেটা।’
আত্মহত্যাচেষ্টার কারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর বন্ধু-বান্ধবরা জানিয়েছে অসুস্থতার কারণে শেষ সেমিস্টারের পরীক্ষা ভালো করে দিতে পারে নাই। দু-একটা পরীক্ষা দিতে পারে নাই। এসব নিয়ে সে ডিপ্রেশনে ছিল। কী করবে না করবে এসব নিয়ে সহপাঠীদের জানিয়েছিল। তবে ওই ছাত্রীকে হল থেকে কীভাবে উদ্ধার করা হলো এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল কি না, তাও জানা যায়নি।
প্রাধ্যক্ষ ড. রকিবা নবী আরও বলেন, ‘আমরা শুনেছি তাঁর ক্লাসমেটরা দেখেছে, চিৎকার করেছে। পরে তাঁর স্বামী উদ্ধার করেছে।’ তবে দরজা ভেতর থেকে খোলা ছিল নাকি বন্ধ ছিল তা জানা নেই বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। জেনে জানাব।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে