Ajker Patrika

পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৫৭
পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে

পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে। গণপরিবহনে পর্যটক আসা বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা। ব্যক্তিগত পরিবহনে কিছু সংখ্যক পর্যটক আসলেও এ সংখ্যা তেমন বেশি নয়। 

আজ রোববার শহরে রেস্টুরেন্টগুলো বেশ খালি পড়ে থাকতে দেখা গেছে। রাজবাড়ির কেকে রায় সড়কের স্টিফেন ভাত ঘরের পরিচালক আনোয়ার বলেন, পর্যটক আসলে রেস্টুরেন্টে ভালো কেনাবেচা হয়। গত কয়েক দিন ধরে পর্যটক কম আসতেছে। বিজুফুল রেস্টুরেন্টের পরিচালক দিপালো চাকমা বলেন, পরিবহন ধর্মঘট রেস্টুরেন্ট ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। একই চিত্র রিজাভ বাজার, বনরূপাসহ অন্যান্য এলাকার রেস্টুরেন্টগুলোতে। 

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, হোটেলগুলোতে বুকিং কমে গেছে। নতুন কোন টুরিস্ট আসছে না। নিজস্ব গাড়িতে কিছু সংখ্যক পর্যটক আসতেছে। এ সংখ্যা খুবই কম। 

হোটেল মতি মহলে পরিচালক শফিউল আজম বলেন, গণ পরিবহনে পর্যটক আসা বন্ধ হওয়ায় আমাদের মোটেলে বুকিং অর্ধেকের বেশি কমে গেছে। আগে করা কিছু বুকিংও বাতিল করা হয়েছে। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, পর্যটকেরা বুকিং কমিয়ে দিয়েছে। যারা আগে বুকিং দিয়েছিল গত শনিবার পর্যন্ত ঠিক ছিল। এখন বাতিল করা হচ্ছে। অনেকে ব্যাক্তিগত পরিবহনে আসতেছে। এ সংখ্যা তেমন বেশি নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত