Ajker Patrika

অসহনীয় গরমে ড্রেসকোড পরিবর্তনে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন চট্টগ্রামের আইনজীবীরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ মে ২০২৩, ০০: ০৯
অসহনীয় গরমে ড্রেসকোড পরিবর্তনে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন চট্টগ্রামের আইনজীবীরা 

অসহনীয় গরমে চট্টগ্রামে দায়িত্ব পালনকারী আইনজীবীদের ড্রেসকোড পরিবর্তনে উচ্চ আদালতের শরণাপন্ন হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেল ৪টায় আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।

নাজিম উদ্দিন চৌধুরী জানান, আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ড্রেসকোড পরিবর্তনে হাইকোর্টে আবেদন জানাব আগামীকাল বুধবার। গরমে আর পারা যাচ্ছে না। করোনার সময় এই ড্রেসকোড পরিবর্তন করা হয়েছিল হাইকোর্টের নির্দেশনায়।

প্রসঙ্গত, ১৬৮৫ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুতে শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারকেরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। এরপর থেকে এ শোকের পোশাক হয়ে যায় আইনজীবী ও বিচারকদের স্থায়ী পরিধেয়। প্রায় সাড়ে ৩০০ বছর ধরে এ পোশাকেই আইন পেশা পরিচালিত হয়ে আসছে ব্রিটেনে। এখানে একই ড্রেসকোড মেনে বিচারকাজে অংশ নেন আইনজীবী, বিচারকেরা।

বাংলাদেশের বিধিবিধানে একজন আইনজীবীকে কালো কোট ও সাদা রঙের গলাবন্ধনী পরার কথা বলা হয়েছে বলে জানান অ্যাডভোকেট নাজিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত