সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন মারা গেছে। আজ মঙ্গলবার সকালেও দুপুরে উপজেলার মুরাদপুর, পৌর সদরের ঈদিলপুর ও মহানগর এলাকায় এসব ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃতরা হলো—পৌর সদরের দক্ষিণ ঈদিলপুর এলাকার সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২), সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার জাহিদ হোসেনের ছেলে আবরান (২) ও মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সোহেল (৪৪)।
পৌর কাউন্সিলর মফিজুর রহমান জানান, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায় ঈশান। এ ঘটনার কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠোনে খেলার পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় আবরান। ঘটনার কিছুক্ষণ পর বাড়ির লোকজন তার মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। এই সময় বেশ কয়েকজন যুবক পুকুরের পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যান শারীরিক প্রতিবন্ধী সোহেল। এ ঘটনার কিছুক্ষণ পর পুকুরে গোসল করতে আসা বাড়ির অন্য লোকজন তাঁর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘মঙ্গলবার সকালে ও দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে পানিতে পড়া প্রতিবন্ধী এক ব্যক্তি ও দুই শিশুকে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন মারা গেছে। আজ মঙ্গলবার সকালেও দুপুরে উপজেলার মুরাদপুর, পৌর সদরের ঈদিলপুর ও মহানগর এলাকায় এসব ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃতরা হলো—পৌর সদরের দক্ষিণ ঈদিলপুর এলাকার সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২), সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার জাহিদ হোসেনের ছেলে আবরান (২) ও মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সোহেল (৪৪)।
পৌর কাউন্সিলর মফিজুর রহমান জানান, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায় ঈশান। এ ঘটনার কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠোনে খেলার পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় আবরান। ঘটনার কিছুক্ষণ পর বাড়ির লোকজন তার মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। এই সময় বেশ কয়েকজন যুবক পুকুরের পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যান শারীরিক প্রতিবন্ধী সোহেল। এ ঘটনার কিছুক্ষণ পর পুকুরে গোসল করতে আসা বাড়ির অন্য লোকজন তাঁর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘মঙ্গলবার সকালে ও দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে পানিতে পড়া প্রতিবন্ধী এক ব্যক্তি ও দুই শিশুকে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।’
বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন বইসহ একজনকে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বইসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
২৮ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁরা ছাড়া পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাড়ির ভেতরে গড়ে তোলা হয়েছিল মিনি ‘আয়নাঘর’। সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, চাঁদাবাজি, জমি লিখে নেওয়া ও কিডনি বিক্রির মতো অভিযোগে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শুক্রবার (২ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ঘরটির সন্ধান মেলে।
১ ঘণ্টা আগেস্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধের জন্য করা সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্য থেকে বিশ্ব মুক্ত
১ ঘণ্টা আগে