সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’
ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৭ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে