Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় আরো ১১ জন গ্রেপ্তার

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় আরো ১১ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলনের নেতাসহ আরো ১১ হেফাজতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সর্বমোট ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি সহ সর্বমোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৭ মার্চ জেলা সদরে রাধিকা বাজারে মিছিল এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত