চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত শিশুসহ আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার উপজেলার বরদিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক ছিদ্দিকুর রহমান (৫০)। তিনি মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামের বাসিন্দা। অপর নিহত তপন চৌধুরী (৩৫) মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তাঁর স্ত্রী রিপা ঘোষসহ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাত এক কিশোর ও শিশু।
এর মধ্যে চারজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাহ আলম ও সঞ্চয় ঘোষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নাইম ও রোকসানা বেগম বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাতে থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিকটবর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আনা আহতদের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুই যাত্রীকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজিচালিত অটোরিকশা ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বরে জানান ওসি।
চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত শিশুসহ আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার উপজেলার বরদিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক ছিদ্দিকুর রহমান (৫০)। তিনি মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামের বাসিন্দা। অপর নিহত তপন চৌধুরী (৩৫) মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তাঁর স্ত্রী রিপা ঘোষসহ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাত এক কিশোর ও শিশু।
এর মধ্যে চারজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাহ আলম ও সঞ্চয় ঘোষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নাইম ও রোকসানা বেগম বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাতে থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিকটবর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আনা আহতদের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুই যাত্রীকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজিচালিত অটোরিকশা ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বরে জানান ওসি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৬ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩২ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৫ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে