লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।
ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলেন। এর পরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
ঘটনাটি ওই মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনাটি কবের, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। অভিযুক্ত শিক্ষকের নাম-পরিচয়ও জানা যায়নি। মাদ্রাসাটির অধ্যক্ষের নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার জেলা শহরের আল মঈন ইসলামী একাডেমীতে হিফজ বিভাগের শিক্ষার্থীকে নির্যাতনের হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।
ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলেন। এর পরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
ঘটনাটি ওই মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনাটি কবের, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। অভিযুক্ত শিক্ষকের নাম-পরিচয়ও জানা যায়নি। মাদ্রাসাটির অধ্যক্ষের নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার জেলা শহরের আল মঈন ইসলামী একাডেমীতে হিফজ বিভাগের শিক্ষার্থীকে নির্যাতনের হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪৩ লাখেরও বেশি পশু। বিভাগের আট জেলার চাহিদা মিটিয়ে এসব পশু যাবে ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে। বিভাগজুড়েও বসবে তিন শতাধিক হাট। কোরবানির আগে...
১৯ মিনিট আগেবরিশালের গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানচাপায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪৯০টি ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় ম্যাজিস্ট্রেট, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংসের...
২৮ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি মারা গেছেন।
২৯ মিনিট আগে