চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১২ দফা দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা ঝুলিয়েছেন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা-কর্মীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের ফটক ও বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের আশ্বাসে বেলা ১টার দিকে তালা খোলা হয়।
এর আগে গত বৃহস্পতিবার হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আলাওল হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিজয় গ্রুপের অন্য অংশের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের ১২ দফা দাবি হলো—হলের কক্ষগুলোতে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট নিরসন, দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি, ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি করা, সুপেয় পানির সংকট নিরসন, হলের নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করা, ওয়াশ রুমের সমস্যার দ্রুত সমাধান, মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জাম বাড়ানো, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন, রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যবস্থা করা, টিভির রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন, হলের পানির হাউস ব্যবহারের উপযোগী করা এবং নতুন এক্সটেনশন ভবন নির্মাণ করা।
এ বিষয়ে জানতে চাইলে বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দফা দাবিতে বেলা ১১টার দিকে আমরা সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছি। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের এক মাসের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।’
সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেব নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। সমস্যা সমাধানের জন্য আমরা তাগাদা দিয়ে যাচ্ছি। তাদের আশ্বস্ত করেছি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা হবে।’
১২ দফা দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা ঝুলিয়েছেন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা-কর্মীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের ফটক ও বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের আশ্বাসে বেলা ১টার দিকে তালা খোলা হয়।
এর আগে গত বৃহস্পতিবার হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আলাওল হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিজয় গ্রুপের অন্য অংশের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের ১২ দফা দাবি হলো—হলের কক্ষগুলোতে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট নিরসন, দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি, ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি করা, সুপেয় পানির সংকট নিরসন, হলের নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করা, ওয়াশ রুমের সমস্যার দ্রুত সমাধান, মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জাম বাড়ানো, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন, রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যবস্থা করা, টিভির রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন, হলের পানির হাউস ব্যবহারের উপযোগী করা এবং নতুন এক্সটেনশন ভবন নির্মাণ করা।
এ বিষয়ে জানতে চাইলে বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দফা দাবিতে বেলা ১১টার দিকে আমরা সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছি। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের এক মাসের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।’
সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেব নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। সমস্যা সমাধানের জন্য আমরা তাগাদা দিয়ে যাচ্ছি। তাদের আশ্বস্ত করেছি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা হবে।’
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মে) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেহত্যা, অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ ৩৩ মামলার আসামি কাজী তারেককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেটাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয়। হয়রানি করা হয় বছরের পর বছর। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে উঠে এসেছে এমন তথ্য।
৬ মিনিট আগেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
১২ মিনিট আগে