Ajker Patrika

১২ দফা দাবিতে এবার চবির সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৬: ৪৬
১২ দফা দাবিতে এবার চবির সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের তালা

১২ দফা দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা ঝুলিয়েছেন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা-কর্মীরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের ফটক ও বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের আশ্বাসে বেলা ১টার দিকে তালা খোলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আলাওল হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিজয় গ্রুপের অন্য অংশের নেতা-কর্মীরা।

তালা ঝুলছে সোহরাওয়ার্দী হলেছাত্রলীগের ১২ দফা দাবি হলো—হলের কক্ষগুলোতে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকট নিরসন, দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি, ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি করা, সুপেয় পানির সংকট নিরসন, হলের নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করা, ওয়াশ রুমের সমস্যার দ্রুত সমাধান, মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জাম বাড়ানো, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন, রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যবস্থা করা, টিভির রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন, হলের পানির হাউস ব্যবহারের উপযোগী করা এবং নতুন এক্সটেনশন ভবন নির্মাণ করা।

এ বিষয়ে জানতে চাইলে বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দফা দাবিতে বেলা ১১টার দিকে আমরা সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছি। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের এক মাসের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।’

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেব নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। সমস্যা সমাধানের জন্য আমরা তাগাদা দিয়ে যাচ্ছি। তাদের আশ্বস্ত করেছি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত