Ajker Patrika

দুই মেয়র পদপ্রার্থী ভোট দেবেন, তাই কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের ভিড়, কম ভোটার উপস্থিতি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯: ৫৪
দুই মেয়র পদপ্রার্থী ভোট দেবেন, তাই কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের ভিড়, কম ভোটার উপস্থিতি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেবেন ঘোড়া প্রতীকের মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার ও হাতি প্রতীকের নূর উর রহমান তানিম। এ দুই প্রার্থীর ভোট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা ভিড় করেন কেন্দ্রটিতে।  সব মিলিয়ে শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত থাকলেও সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ৯ জন। এই ভোটারদের আলোচনায়ও ছিল গণমাধ্যমকর্মী ও ভোটারদের উপস্থিতির বিষয়টি। 

আজ শনিবার সকাল ৮টায় মহানগর এলাকায় মোট ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ইভিএমে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। 

কুমিল্লা সিটি করপোরেশনের এই উপনির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ করা হচ্ছে। 

উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত