Ajker Patrika

কুমিল্লায় বিদেশগামীসহ ১২ জন করোনায় শনাক্ত

কুমিল্লায় বিদেশগামীসহ ১২ জন করোনায় শনাক্ত

কুমিল্লায় বিদেশগামীসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। এ সময়ে সুস্থ হয়েছেন ১৫ জন। 

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়, সর্বশেষ ৭৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আটজন। অন্যদিকে বিদেশগামী ৫০০ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০ দশমিক ৭ শতাংশ। 
 
এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য দুই লাখ সাত হাজার ৪০ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে দুই লাখ পাঁচ হাজার ৯৭৫ জনের। এর মধ্যে ৩৯ হাজার ১৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৮৫ জন। আর মারা গেছেন ৯৫৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত