নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। মণপ্রতি বেড়েছে ১,৩০০ টাকা পর্যন্ত। আর কেজিতে ক্ষেত্রভেদে সাড়ে ২১ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সাড়ে তিন মাসের (৫ আগস্টের আগে) ব্যবধানে ভোজ্যতেলের পাইকারি বাজারে দামের এই চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা মো. জামাল হোসেন বলেন, এলসি খরা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অনেক ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বহাল থাকায় ভোজ্যতেলের বাজারে এ বেসামাল অবস্থা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাম তেলের দাম মণপ্রতি ৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাড়ে তিন মাস আগেও ছিল ৫,০০০ টাকা। এ হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১,৩০০ টাকা। কেজিতে এ দাম বেড়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। বর্তমানে পাম তেল কেজিতে বেচাবিক্রি চলছে ১৬৮ টাকা ৮১ পয়সা। যা সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৩ টাকা ৯৭ পয়সায়।
সুপার বিক্রি হচ্ছে মণপ্রতি ৬,৪০০ টাকায়। সাড়ে তিন মাস আগে এ দাম ছিল ৫,২০০ টাকা। এ ক্ষেত্রে মণপ্রতি বাড়ল ১,২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩১ টাকা ১৫ পয়সা। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭১ টাকা ৪৮ পয়সা। অথচ সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৩৩ পয়সা।
সয়াবিন তেল বর্তমানে খাতুনগঞ্জে মণপ্রতি বিক্রি হচ্ছে ৬,৮০০ টাকা। সাড়ে তিন মাস আগে ছিল ৬,০০০ টাকা। এ ক্ষেত্রে ৮০০ টাকা মণপ্রতি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮২ টাকা ২০ পয়সায়। যা সাড়ে তিন মাস আগে ছিল ১৬০ টাকা ৭৭ পয়সা। কেজিতে ২১ টাকা ৪৩ পয়সা বাড়ল সয়াবিন তেলের দাম।
এ বিষয়ে জানতে চাইরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার চড়া। খাতুনগঞ্জের বাজারে সরবরাহ সংকটও রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী এলসিও করা যাচ্ছে না। যে কারণে দাম বাড়তি।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। মণপ্রতি বেড়েছে ১,৩০০ টাকা পর্যন্ত। আর কেজিতে ক্ষেত্রভেদে সাড়ে ২১ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সাড়ে তিন মাসের (৫ আগস্টের আগে) ব্যবধানে ভোজ্যতেলের পাইকারি বাজারে দামের এই চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা মো. জামাল হোসেন বলেন, এলসি খরা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অনেক ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বহাল থাকায় ভোজ্যতেলের বাজারে এ বেসামাল অবস্থা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাম তেলের দাম মণপ্রতি ৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাড়ে তিন মাস আগেও ছিল ৫,০০০ টাকা। এ হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১,৩০০ টাকা। কেজিতে এ দাম বেড়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। বর্তমানে পাম তেল কেজিতে বেচাবিক্রি চলছে ১৬৮ টাকা ৮১ পয়সা। যা সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৩ টাকা ৯৭ পয়সায়।
সুপার বিক্রি হচ্ছে মণপ্রতি ৬,৪০০ টাকায়। সাড়ে তিন মাস আগে এ দাম ছিল ৫,২০০ টাকা। এ ক্ষেত্রে মণপ্রতি বাড়ল ১,২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩১ টাকা ১৫ পয়সা। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭১ টাকা ৪৮ পয়সা। অথচ সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৩৩ পয়সা।
সয়াবিন তেল বর্তমানে খাতুনগঞ্জে মণপ্রতি বিক্রি হচ্ছে ৬,৮০০ টাকা। সাড়ে তিন মাস আগে ছিল ৬,০০০ টাকা। এ ক্ষেত্রে ৮০০ টাকা মণপ্রতি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮২ টাকা ২০ পয়সায়। যা সাড়ে তিন মাস আগে ছিল ১৬০ টাকা ৭৭ পয়সা। কেজিতে ২১ টাকা ৪৩ পয়সা বাড়ল সয়াবিন তেলের দাম।
এ বিষয়ে জানতে চাইরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার চড়া। খাতুনগঞ্জের বাজারে সরবরাহ সংকটও রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী এলসিও করা যাচ্ছে না। যে কারণে দাম বাড়তি।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১১ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে