নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। মণপ্রতি বেড়েছে ১,৩০০ টাকা পর্যন্ত। আর কেজিতে ক্ষেত্রভেদে সাড়ে ২১ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সাড়ে তিন মাসের (৫ আগস্টের আগে) ব্যবধানে ভোজ্যতেলের পাইকারি বাজারে দামের এই চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা মো. জামাল হোসেন বলেন, এলসি খরা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অনেক ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বহাল থাকায় ভোজ্যতেলের বাজারে এ বেসামাল অবস্থা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাম তেলের দাম মণপ্রতি ৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাড়ে তিন মাস আগেও ছিল ৫,০০০ টাকা। এ হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১,৩০০ টাকা। কেজিতে এ দাম বেড়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। বর্তমানে পাম তেল কেজিতে বেচাবিক্রি চলছে ১৬৮ টাকা ৮১ পয়সা। যা সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৩ টাকা ৯৭ পয়সায়।
সুপার বিক্রি হচ্ছে মণপ্রতি ৬,৪০০ টাকায়। সাড়ে তিন মাস আগে এ দাম ছিল ৫,২০০ টাকা। এ ক্ষেত্রে মণপ্রতি বাড়ল ১,২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩১ টাকা ১৫ পয়সা। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭১ টাকা ৪৮ পয়সা। অথচ সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৩৩ পয়সা।
সয়াবিন তেল বর্তমানে খাতুনগঞ্জে মণপ্রতি বিক্রি হচ্ছে ৬,৮০০ টাকা। সাড়ে তিন মাস আগে ছিল ৬,০০০ টাকা। এ ক্ষেত্রে ৮০০ টাকা মণপ্রতি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮২ টাকা ২০ পয়সায়। যা সাড়ে তিন মাস আগে ছিল ১৬০ টাকা ৭৭ পয়সা। কেজিতে ২১ টাকা ৪৩ পয়সা বাড়ল সয়াবিন তেলের দাম।
এ বিষয়ে জানতে চাইরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার চড়া। খাতুনগঞ্জের বাজারে সরবরাহ সংকটও রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী এলসিও করা যাচ্ছে না। যে কারণে দাম বাড়তি।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। মণপ্রতি বেড়েছে ১,৩০০ টাকা পর্যন্ত। আর কেজিতে ক্ষেত্রভেদে সাড়ে ২১ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সাড়ে তিন মাসের (৫ আগস্টের আগে) ব্যবধানে ভোজ্যতেলের পাইকারি বাজারে দামের এই চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা মো. জামাল হোসেন বলেন, এলসি খরা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অনেক ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বহাল থাকায় ভোজ্যতেলের বাজারে এ বেসামাল অবস্থা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাম তেলের দাম মণপ্রতি ৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাড়ে তিন মাস আগেও ছিল ৫,০০০ টাকা। এ হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১,৩০০ টাকা। কেজিতে এ দাম বেড়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। বর্তমানে পাম তেল কেজিতে বেচাবিক্রি চলছে ১৬৮ টাকা ৮১ পয়সা। যা সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৩ টাকা ৯৭ পয়সায়।
সুপার বিক্রি হচ্ছে মণপ্রতি ৬,৪০০ টাকায়। সাড়ে তিন মাস আগে এ দাম ছিল ৫,২০০ টাকা। এ ক্ষেত্রে মণপ্রতি বাড়ল ১,২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩১ টাকা ১৫ পয়সা। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭১ টাকা ৪৮ পয়সা। অথচ সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৩৩ পয়সা।
সয়াবিন তেল বর্তমানে খাতুনগঞ্জে মণপ্রতি বিক্রি হচ্ছে ৬,৮০০ টাকা। সাড়ে তিন মাস আগে ছিল ৬,০০০ টাকা। এ ক্ষেত্রে ৮০০ টাকা মণপ্রতি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮২ টাকা ২০ পয়সায়। যা সাড়ে তিন মাস আগে ছিল ১৬০ টাকা ৭৭ পয়সা। কেজিতে ২১ টাকা ৪৩ পয়সা বাড়ল সয়াবিন তেলের দাম।
এ বিষয়ে জানতে চাইরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার চড়া। খাতুনগঞ্জের বাজারে সরবরাহ সংকটও রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী এলসিও করা যাচ্ছে না। যে কারণে দাম বাড়তি।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২৩ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৭ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩১ মিনিট আগে