Ajker Patrika

আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে ১৭৪ টন ভারতীয় পাথর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে ১৭৪ টন ভারতীয় পাথর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফোর লেন মহাসড়ক উন্নয়নের কাজে ব্যবহৃত ভারতীয় ভাঙা পাথরের ১৭৪ টনের দ্বিতীয় চালান পৌঁছেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে আটটি ট্রাকে করে পাথরের চালান প্রবেশ করে। 

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোর লেন মহাসড়কের উন্নয়নকাজের জন্য ২ হাজার ৭০০ টন ভারতীয় ভাঙা পাথরের এলসি খোলা হয়েছে বলে জানিয়েছে আমদানি কারক ভারতীয় প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রথম চালানে ২১টি ভারতীয় ট্রাকে করে ৪০০ টন পাথর এসেছে। আজ দ্বিতীয় চালানে ১৭৪ টন পাথর এসে পৌঁছেছে।

সরকার নির্ধারিত দাম টনপ্রতি ১৩ ডলারে পাথর বাংলাদেশে আসছে। প্রতি টনে সরকার নির্ধারিত দামের ৬৯ ভাগ শুল্ক পাবে বাংলাদেশ। এ ছাড়া বন্দরে পাথর রাখাসহ আনুষঙ্গিক কিছু অর্থও বাংলাদেশ পাবে। পাথরগুলোর কাস্টমস ক্লিয়ারিং করে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ নামে বাংলাদেশে আখাউড়া স্থলবন্দরে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। 

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি শুরু করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় চালান বন্দরে এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকি চালানগুলোও আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত