নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছয় মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মো. নাজিম উদ্দিন (৪৫) নামের এক শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডিত নাজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের হাফেজ গোলমুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রামের পাঁচলাইশের মুরাদপুরে রহমানিয়া তাহফীজুল কোরআন একাডেমির শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিউল মোর্শেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত আসামি নাজিম উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায়ের সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পিপি বলেন, ২০২১ সালের ৪ নভেম্বর ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ এই মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে। আসামিপক্ষে আসামিসহ দুজন সাফাই সাক্ষ্য দেন। পরে যুক্তিতর্ক শেষে আজ আসামিকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামি নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মাদ্রাসাটির হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে মারধরসহ নানা ভয় দেখিয়ে সেসব শিশুকে আরও একাধিকবার ধর্ষণ করেন নাজিম উদ্দিন। ধর্ষণের শিকার শিক্ষার্থীদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে।
ঘটনাটি জানাজানির পর ২০২১ সালের ৪ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীদের একজনের অভিভাবক বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় নাজিম উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলায় পরে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামি নাজিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মামলার বাদী বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। মাদ্রাসার ভেতরে ধর্ষণের ঘটনার বিষয়ে আমরা কেউই জানতাম না। আমার ছোট ভাইও একজন ভিকটিম ছিল। কিন্তু সে এই ঘটনার বিষয়ে কিছু বলত না।
ওই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে বেরিয়ে আসা এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা বিষয়টি জানতে পারি। পরে আমিসহ অন্য ভিকটিমদের অভিভাবক সবাই মিলে মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করি।’
চট্টগ্রামে ছয় মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মো. নাজিম উদ্দিন (৪৫) নামের এক শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডিত নাজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের হাফেজ গোলমুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রামের পাঁচলাইশের মুরাদপুরে রহমানিয়া তাহফীজুল কোরআন একাডেমির শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিউল মোর্শেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত আসামি নাজিম উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায়ের সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পিপি বলেন, ২০২১ সালের ৪ নভেম্বর ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ এই মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে। আসামিপক্ষে আসামিসহ দুজন সাফাই সাক্ষ্য দেন। পরে যুক্তিতর্ক শেষে আজ আসামিকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামি নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মাদ্রাসাটির হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে মারধরসহ নানা ভয় দেখিয়ে সেসব শিশুকে আরও একাধিকবার ধর্ষণ করেন নাজিম উদ্দিন। ধর্ষণের শিকার শিক্ষার্থীদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে।
ঘটনাটি জানাজানির পর ২০২১ সালের ৪ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীদের একজনের অভিভাবক বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় নাজিম উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলায় পরে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামি নাজিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মামলার বাদী বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। মাদ্রাসার ভেতরে ধর্ষণের ঘটনার বিষয়ে আমরা কেউই জানতাম না। আমার ছোট ভাইও একজন ভিকটিম ছিল। কিন্তু সে এই ঘটনার বিষয়ে কিছু বলত না।
ওই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে বেরিয়ে আসা এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা বিষয়টি জানতে পারি। পরে আমিসহ অন্য ভিকটিমদের অভিভাবক সবাই মিলে মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করি।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে