Ajker Patrika

অবশেষে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার

ফেনী প্রতিনিধি
অবশেষে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার

সাময়িক বরখাস্ত হয়েছেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। নানা অনিয়ম, দুর্নীতি, সহায়ক বই বাধ্যতামূলক করার নামে অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, অসদাচরণ, খণ্ডকালীন শিক্ষকদের বিতাড়ন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বাজে আচরণসহ বিভিন্ন অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। রোববার দুপুরে স্কুল পরিদর্শনে এসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাঁকে সাময়িক বহিষ্কারের জন্য সুপারিশ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, ‘তদন্ত চলমান রয়েছে। তাঁকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী-শিক্ষিকাদের যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে আশরাফুল আলম বলেন, ‘এসব বিষয়ে আমরা আগে অবগত ছিলাম না, এখন আমাদের শিক্ষক ও ছাত্রীরা জানিয়েছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত বুধবার ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের হাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৮ অভিযোগ সংবলিত স্মারকলিপি দেন ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক-কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত