Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবৈধ সম্পদ অর্জন: সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে ১ কোটি ৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলা পুলিশের সাবেক এক পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। 

মামলায় অভিযুক্ত কর্মকর্তা হলেন চট্টগ্রাম জেলা পুলিশের সাবেক পরিদর্শক মো. শাহ আলম (৫৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নহল গ্রামের মাস্টার বাড়ির ছেলে। বর্তমানে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আ/এ এলাকায় বসবাস করেন। মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। 

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এই মামলা হয়েছে বলে জানান তিনি। 

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২২ সালের ২৩ মে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সাবেক পুলিশ কর্মকর্তা মো. শাহ আলম নিজ নামে ৭১ লাখ ৫ হাজার ৬৫০ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৩০৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৯৫৪ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং ১৬ লাখ ৯৭ হাজার টাকা ঋণ থাকার ঘোষণা প্রদান করেছেন। 

এর মধ্যে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার মূল্যের সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে দুদক জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত