প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে ইব্রাহিম খলিল নামের এক রিকশা চালককে বৈদ্যুতিক বাতি চুরির অভিযোগে মারধরের ৯ দিন পর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার (২০ আগস্ট) রাতে জড়িত ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম।
গত ১১ই আগস্ট (বুধবার) দিবাগত রাতে উপজেলার ধামঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল (৩৫) উপজেলার ধামঘর গ্রামের আবু তাহেরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ই আগস্ট দিবাগত রাতে ইব্রাহিম খলিল প্রতিদিনের মতো রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে ফিরছিলেন। নিজ এলাকার কাউছারের মুদি দোকানের সামনে যান। সেখানে থাকা একটি বৈদ্যুতিক বাতি তাঁর মাথায় লেগে দুলতে থাকে। এ সময় তিনি হাত দিয়ে বাতিটিকে থামানোর চেষ্টা করলে চোর সন্দেহে পাশের শাহ আলমের মুদি দোকানে থাকা মেহেদী হাসান ওরফে মালু মিয়াসহ কয়েকজন যুবক তাঁকে বেধড়ক মারধর করেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার পরদিন গ্রাম্য সালিসের জন্য স্থানীয় মাতব্বরদের চাপে ইব্রাহিম খলিলকে চিকিৎসা শেষ না করেই তাঁর বাড়ি নিয়ে যাওয়া হয়। সালিসে ইব্রাহিম খলিলকে উল্টো দোষারোপ করে ৫ হাজার টাকা জরিমানা করেন মাতব্বর চিনু মিয়া, ইউনুছ সরকার, কাদের, আওয়াল, নায়েব আলী ও জহির। জরিমানার ২ হাজার টাকা পরিশোধ করে বাড়ি ফেরার ৫ দিন পর পুনরায় ইব্রাহিম খলিল অসুস্থ হয়ে পরলে তাঁকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
কুমিল্লার মুরাদনগরে ইব্রাহিম খলিল নামের এক রিকশা চালককে বৈদ্যুতিক বাতি চুরির অভিযোগে মারধরের ৯ দিন পর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার (২০ আগস্ট) রাতে জড়িত ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম।
গত ১১ই আগস্ট (বুধবার) দিবাগত রাতে উপজেলার ধামঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল (৩৫) উপজেলার ধামঘর গ্রামের আবু তাহেরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ই আগস্ট দিবাগত রাতে ইব্রাহিম খলিল প্রতিদিনের মতো রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে ফিরছিলেন। নিজ এলাকার কাউছারের মুদি দোকানের সামনে যান। সেখানে থাকা একটি বৈদ্যুতিক বাতি তাঁর মাথায় লেগে দুলতে থাকে। এ সময় তিনি হাত দিয়ে বাতিটিকে থামানোর চেষ্টা করলে চোর সন্দেহে পাশের শাহ আলমের মুদি দোকানে থাকা মেহেদী হাসান ওরফে মালু মিয়াসহ কয়েকজন যুবক তাঁকে বেধড়ক মারধর করেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার পরদিন গ্রাম্য সালিসের জন্য স্থানীয় মাতব্বরদের চাপে ইব্রাহিম খলিলকে চিকিৎসা শেষ না করেই তাঁর বাড়ি নিয়ে যাওয়া হয়। সালিসে ইব্রাহিম খলিলকে উল্টো দোষারোপ করে ৫ হাজার টাকা জরিমানা করেন মাতব্বর চিনু মিয়া, ইউনুছ সরকার, কাদের, আওয়াল, নায়েব আলী ও জহির। জরিমানার ২ হাজার টাকা পরিশোধ করে বাড়ি ফেরার ৫ দিন পর পুনরায় ইব্রাহিম খলিল অসুস্থ হয়ে পরলে তাঁকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
১ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে