Ajker Patrika

রাজনৈতিক ছত্রছায়ায় কয়েকটি কিশোর গ্যাং এখনো সক্রিয়

নাজমুল হাসান, চট্টগ্রাম
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১: ১৮
রাজনৈতিক ছত্রছায়ায় কয়েকটি কিশোর গ্যাং এখনো সক্রিয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নগরের প্রবেশমুখ। ৬.৪১ বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। জনবহুল এ এলাকা পাহাড় দখলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। মাদক বেচাকেনার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে আসে এর সঙ্গে সংশ্লিষ্টরা। কয়েকটি কিশোর গ্যাংও এখানে সক্রিয়। এ ছাড়া গড়ে ওঠা বস্তিগুলোয় নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা।

সরেজমিনে উত্তর পাহাড়তলীতে দেখা গেছে, শাপলা, বেলতলী ঘোনা, নাছিয়া ঘোনা, ফয়’স লেক, জয়ন্তিকা ও আকবর শাহ এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র পাহাড় দখল করে আছে দীর্ঘদিন। তবে চলতি বছরের ২৮ মামলার আসামি পাহাড়খেকো নুরে আলম প্রকাশ নুরু গ্রেপ্তার হওয়ার পর পাহাড় কাটা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। তাঁর দখল করা একটি পাহাড়ে করা হয়েছে পুলিশ ক্যাম্প।

এদিকে আকবর শাহ এলাকায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ২০১৯ সালে বিশ্বকলোনি এলাকার এন-ব্লকে মো. মহসিন নামে যুবলীগের এক কর্মীকে পিটিয়ে জখম করার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সন্ধ্যার পর এসব উঠতি সন্ত্রাসীর নানামুখী কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর পুরো আকবর শাহকে আধুনিক সব সুযোগ-সুবিধার আওতায় নিয়ে এসেছি। সর্বশেষ গত পাঁচ বছরে ১৪২ কোটি টাকার কাজ করেছি। নতুন করে ৭৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। কিছু এলাকায় এখনো শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি এটা সত্য।’

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আকবর শাহ এলাকা নিয়ে প্রচলিত ধারণার সঙ্গে বর্তমান বাস্তবতা ভিন্ন। এখানে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত