Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া সংঘাত: ৪৫ মামলা, আসামি ৩৫ হাজার

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সংঘাত: ৪৫ মামলা, আসামি ৩৫ হাজার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতৃত্বে সহিংসতার ঘটনায় প্রায় প্রতিদিনই মামলা করা হচ্ছে। সব মিলিয়ে আজ বুধবার পর্যন্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। এতে আসামি ৩৫ হাজারের বেশি। এর মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতাল ও বিক্ষোভে ২৬ থেকে ২৯ মার্চ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ছয় জন। এসময় থানা, ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।   

পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবে ৪৫টি মামলার মধ্যে সদর থানায় ৪০টি, আশুগঞ্জ থানায় দুটি, সরাইল থানায় দুটি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ৪৫টির মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবার নাম ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারী’ বলে উল্লেখ করে মামলা করা হয়েছে। কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদরাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতকারী’  বলে উল্লেখ করা হয়ে হয়েছে। কিন্তু কোনো মামলাতে হেফাজতের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়নি।

এছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করায় র‌্যাব-১৪–এর একটি দল আরমান আলিফ নামে এক যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে। এর আগে ম্যুরাল ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত