প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতৃত্বে সহিংসতার ঘটনায় প্রায় প্রতিদিনই মামলা করা হচ্ছে। সব মিলিয়ে আজ বুধবার পর্যন্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। এতে আসামি ৩৫ হাজারের বেশি। এর মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতাল ও বিক্ষোভে ২৬ থেকে ২৯ মার্চ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ছয় জন। এসময় থানা, ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবে ৪৫টি মামলার মধ্যে সদর থানায় ৪০টি, আশুগঞ্জ থানায় দুটি, সরাইল থানায় দুটি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ৪৫টির মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবার নাম ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারী’ বলে উল্লেখ করে মামলা করা হয়েছে। কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদরাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতকারী’ বলে উল্লেখ করা হয়ে হয়েছে। কিন্তু কোনো মামলাতে হেফাজতের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়নি।
এছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করায় র্যাব-১৪–এর একটি দল আরমান আলিফ নামে এক যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে। এর আগে ম্যুরাল ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতৃত্বে সহিংসতার ঘটনায় প্রায় প্রতিদিনই মামলা করা হচ্ছে। সব মিলিয়ে আজ বুধবার পর্যন্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। এতে আসামি ৩৫ হাজারের বেশি। এর মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতাল ও বিক্ষোভে ২৬ থেকে ২৯ মার্চ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ছয় জন। এসময় থানা, ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবে ৪৫টি মামলার মধ্যে সদর থানায় ৪০টি, আশুগঞ্জ থানায় দুটি, সরাইল থানায় দুটি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ৪৫টির মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবার নাম ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারী’ বলে উল্লেখ করে মামলা করা হয়েছে। কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদরাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতকারী’ বলে উল্লেখ করা হয়ে হয়েছে। কিন্তু কোনো মামলাতে হেফাজতের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়নি।
এছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করায় র্যাব-১৪–এর একটি দল আরমান আলিফ নামে এক যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে। এর আগে ম্যুরাল ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে