হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন লায়লা বেগম, কামরুল ইসলাম, আকলিমা বেগম ও নাফিসা বেগম। বাকিদের নাম জানা যায়নি। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে লায়লা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘তমরদ্দি ঘাট নিয়ে তানভীর ও আলমগীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
জানা যায়, তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজল। গত ৫ আগস্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীরের লোকজন তমরদ্দি ঘাট দখল নেন। পরে ইজারাদার গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীর সমঝোতা করে নেন। সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন।
কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করে করে আসছেন।
এদিকে আজ (বৃহস্পতিবার) সকালে বিএনপির নেতা তানভীরের লোকজন ঘাটের দখল নিতে যান। এ সময় তাঁদের আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় ঘাটের পাশে বসবাসকারী শ্রমিক পরিবারের নারী-পুরুষেরাও সংঘর্ষে জড়ান। সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড লঞ্চঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয় বিএনপি নেতা আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ তবে তিনি জানান, প্রতিদিনের ঘাট থেকে উপার্জনের ৪০ পারসেন্ট টাকা ইজারাদার গোলাম মাওলা কাজল নিয়ে যান। তিনি শুধু শ্রমিকদের দেখভাল করেন।
প্রতিপক্ষের তানভীর হায়দার বলেন, আলমগীরের নানা অপকর্মের দায়ে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ঘাটটি সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতার সঙ্গে সমঝোতা করে ভোগ দখল করে আসছেন। ঘাট দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
নোয়াখালীর হাতিয়ায় লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন লায়লা বেগম, কামরুল ইসলাম, আকলিমা বেগম ও নাফিসা বেগম। বাকিদের নাম জানা যায়নি। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে লায়লা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘তমরদ্দি ঘাট নিয়ে তানভীর ও আলমগীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
জানা যায়, তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজল। গত ৫ আগস্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীরের লোকজন তমরদ্দি ঘাট দখল নেন। পরে ইজারাদার গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীর সমঝোতা করে নেন। সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন।
কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করে করে আসছেন।
এদিকে আজ (বৃহস্পতিবার) সকালে বিএনপির নেতা তানভীরের লোকজন ঘাটের দখল নিতে যান। এ সময় তাঁদের আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় ঘাটের পাশে বসবাসকারী শ্রমিক পরিবারের নারী-পুরুষেরাও সংঘর্ষে জড়ান। সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড লঞ্চঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয় বিএনপি নেতা আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ তবে তিনি জানান, প্রতিদিনের ঘাট থেকে উপার্জনের ৪০ পারসেন্ট টাকা ইজারাদার গোলাম মাওলা কাজল নিয়ে যান। তিনি শুধু শ্রমিকদের দেখভাল করেন।
প্রতিপক্ষের তানভীর হায়দার বলেন, আলমগীরের নানা অপকর্মের দায়ে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ঘাটটি সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতার সঙ্গে সমঝোতা করে ভোগ দখল করে আসছেন। ঘাট দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে