Ajker Patrika

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামের এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজারে স্টিল ফ্যাক্টরির পাশে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী পার্শ্ববর্তী মাড্ডা গ্রামের আবদুল আলীর ছেলে। এই তথ্য নিশ্চিত করেন মিয়ার বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক সাইদুল হক।

স্থানীয় লোকজন জানান, নোয়াবাজারের গাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রতিদিনের মতো আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পরই মহাসড়কের স্টিল ফ্যাক্টরির পাশে দ্রুতগামী একটি গাড়ি তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক সাইদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত