চবি প্রতিনিধি
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বিদেশিদের হস্তক্ষেপ চলতে পারে না। তাদেরও (বিদেশি) অনেক সীমাবদ্ধতা আছে। আমরা তাদের বিষয়ে কথা বলতে যাই না। বাংলাদেশ থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা জ্ঞান না দিলে ভালো হয়। আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চত্বরে শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মকাণ্ড ও নির্বাচন প্রক্রিয়ায় বিদেশিদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আধুনিক গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সরকার পরিবর্তনের কিছু নিয়ম আছে। জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে গণতান্ত্রিক প্রতিক্রিয়া সমুন্নত এবং জনগণের মতামত প্রতিফলিত হয়। কিন্তু অগ্নিসংযোগ বা মানুষের জানমালের ক্ষতি করা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না।’
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ মোস্তফা বলেন, ‘নৈরাজ্য ও ধ্বংস কারওই কাম্য নয়। যাঁরা এই কর্মসূচি দিচ্ছেন, আপনারা ভুল করছেন। এভাবে কিছু আদায় করা যায় না। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে আসুন।’
হলুদ দলের আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘বিএনপির এখন কোনো নেতা নেই, যাঁরা আছেন তাঁরা দণ্ডপ্রাপ্ত। তাঁরা চোরাগোপ্তা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে কর্মসূচি দিয়ে যাচ্ছেন। অগ্নি-সন্ত্রাস করে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছেন। তাঁরা নির্বাচনে অংশও নেবেন না, আবার নির্বাচন হতে দেবেন না। এটা গণতন্ত্রের পক্ষের লোকের কথা হতে পারে না। তাঁরা নির্বাচনে হেরে যাবেন, মোকাবিলা করতে পারবেন না, তাঁদের জনসমর্থন নেই—এ কারণে গণতন্ত্র চাইছেন না।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘সরকার পরিবর্তনের একমাত্র স্বীকৃত পন্থা হচ্ছে নির্বাচন। এই নির্বাচন বানচাল করতে অনেক অপশক্তি তৎপর আছে। এই অপতৎপরতার প্রতিবাদে আমাদের মানববন্ধন। আমরা দীর্ঘদিন ধরে দেখছি, গণতান্ত্রিক আন্দোলন বানচাল করতে একটি শক্তি দেশে সব সময় সক্রিয় থাকে। এবারও সেই শক্তির তৎপরতা আমরা লক্ষ করছি।’
সমিতির সাধারণ অধ্যাপক আবদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীর, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক জসিম উদ্দীন, অধ্যাপক দানেশ মিয়া, কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আইকিউএসির পরিচালক আবদুল্লাহ মামুন, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বিদেশিদের হস্তক্ষেপ চলতে পারে না। তাদেরও (বিদেশি) অনেক সীমাবদ্ধতা আছে। আমরা তাদের বিষয়ে কথা বলতে যাই না। বাংলাদেশ থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা জ্ঞান না দিলে ভালো হয়। আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চত্বরে শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মকাণ্ড ও নির্বাচন প্রক্রিয়ায় বিদেশিদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আধুনিক গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সরকার পরিবর্তনের কিছু নিয়ম আছে। জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে গণতান্ত্রিক প্রতিক্রিয়া সমুন্নত এবং জনগণের মতামত প্রতিফলিত হয়। কিন্তু অগ্নিসংযোগ বা মানুষের জানমালের ক্ষতি করা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না।’
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ মোস্তফা বলেন, ‘নৈরাজ্য ও ধ্বংস কারওই কাম্য নয়। যাঁরা এই কর্মসূচি দিচ্ছেন, আপনারা ভুল করছেন। এভাবে কিছু আদায় করা যায় না। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে আসুন।’
হলুদ দলের আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘বিএনপির এখন কোনো নেতা নেই, যাঁরা আছেন তাঁরা দণ্ডপ্রাপ্ত। তাঁরা চোরাগোপ্তা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে কর্মসূচি দিয়ে যাচ্ছেন। অগ্নি-সন্ত্রাস করে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছেন। তাঁরা নির্বাচনে অংশও নেবেন না, আবার নির্বাচন হতে দেবেন না। এটা গণতন্ত্রের পক্ষের লোকের কথা হতে পারে না। তাঁরা নির্বাচনে হেরে যাবেন, মোকাবিলা করতে পারবেন না, তাঁদের জনসমর্থন নেই—এ কারণে গণতন্ত্র চাইছেন না।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘সরকার পরিবর্তনের একমাত্র স্বীকৃত পন্থা হচ্ছে নির্বাচন। এই নির্বাচন বানচাল করতে অনেক অপশক্তি তৎপর আছে। এই অপতৎপরতার প্রতিবাদে আমাদের মানববন্ধন। আমরা দীর্ঘদিন ধরে দেখছি, গণতান্ত্রিক আন্দোলন বানচাল করতে একটি শক্তি দেশে সব সময় সক্রিয় থাকে। এবারও সেই শক্তির তৎপরতা আমরা লক্ষ করছি।’
সমিতির সাধারণ অধ্যাপক আবদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীর, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক জসিম উদ্দীন, অধ্যাপক দানেশ মিয়া, কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আইকিউএসির পরিচালক আবদুল্লাহ মামুন, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে