Ajker Patrika

কর্ণফুলীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৬
কর্ণফুলীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বড়উঠানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ছৈয়দ (৫৭)। তিনি বড়উঠান ইউনিয়নের দৌলতপুর আবুল খায়ের সওদাগরের বাড়ির আবুল খায়েরের ছেলে। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ওই এলাকায় হাতির আনাগোনা বেড়ে গেছে। খাবারের সন্ধানে আসা একপাল হাতি গতকাল রাত ১টার দিকে আবুল খায়েরের বাড়িতে আক্রমণ করে। এ সময় ওই কৃষকের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষায় ঘর থেকে বেরিয়ে পড়েন।

নিহতের স্বজন কফিল বিন ইসলাম জানান, হাতির একটি পাল বাড়ির উঠানে এসে ঘরবাড়িতে ভাঙচুরসহ গাছপালা নষ্ট করতে থাকে। মোহাম্মদ ছৈয়দ বাড়ির পাশে অন্ধকার রাস্তা দিয়ে ঘরে ঢুকছিলেন। এ সময়ে হাতি তাকে আক্রমণ করে। হাতির আক্রমণে শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘কেইপিজেডে অবস্থান নেওয়া হাতির তাণ্ডবে অতিষ্ঠ বড়উঠানসহ পুরো আনোয়ারা-কর্ণফুলীর মানুষ। কয়েক বছর ধরে এ তাণ্ডব চললেও বন বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু ক্ষতিপূরণ দিয়ে দায় সারছে। গতকালও অসহায় এক কৃষকের প্রাণ গেল। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত