সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগের তদন্ত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া। এ সময় সম্পূর্ণ পুলিশি পাহারায় তদন্ত করেন তিনি। তার সঙ্গে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলা পাকশিমুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ তদন্ত করা হয়।
এদিকে তদন্তে ইউপি সদস্যদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য লিখিত ও মৌখিক সাক্ষী নেওয়া হয় বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানেরও লিখিত মতামত নেওয়া হয়। এ সময় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি পরিষদ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল। তদন্ত কক্ষে সাংবাদিক অথবা অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য।
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়—চেয়ারম্যান কাউছার হোসেন জন্মসনদ বাবদ ৫০ টাকার পরিবর্তে ৩০০ থেকে ৫০০ টাকা, সাব মার্ছিবল টিউবওয়েল প্রদানে সরকার ফি অপেক্ষা করে প্রত্যেক গ্রহীতের কাছ থেকে ১৮ হাজার টাকা, ইম্প্রুভমেন্ট টয়লেটের জন্য ৩০ হাজার টাকা, ওয়ারিশ সনদের জন্য ৫০০ টাকা করে নিয়ে থাকেন।
তবে বিকেল সাড়ে ৫টায় তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা এড়াতে তদন্ত কক্ষে অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় অনেকের লিখিত ও মৌখিক সাক্ষী নেওয়া হয়েছে। আর এই তদন্ত প্রতিবেদন শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগের তদন্ত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া। এ সময় সম্পূর্ণ পুলিশি পাহারায় তদন্ত করেন তিনি। তার সঙ্গে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলা পাকশিমুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ তদন্ত করা হয়।
এদিকে তদন্তে ইউপি সদস্যদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য লিখিত ও মৌখিক সাক্ষী নেওয়া হয় বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানেরও লিখিত মতামত নেওয়া হয়। এ সময় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি পরিষদ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল। তদন্ত কক্ষে সাংবাদিক অথবা অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য।
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়—চেয়ারম্যান কাউছার হোসেন জন্মসনদ বাবদ ৫০ টাকার পরিবর্তে ৩০০ থেকে ৫০০ টাকা, সাব মার্ছিবল টিউবওয়েল প্রদানে সরকার ফি অপেক্ষা করে প্রত্যেক গ্রহীতের কাছ থেকে ১৮ হাজার টাকা, ইম্প্রুভমেন্ট টয়লেটের জন্য ৩০ হাজার টাকা, ওয়ারিশ সনদের জন্য ৫০০ টাকা করে নিয়ে থাকেন।
তবে বিকেল সাড়ে ৫টায় তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা এড়াতে তদন্ত কক্ষে অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় অনেকের লিখিত ও মৌখিক সাক্ষী নেওয়া হয়েছে। আর এই তদন্ত প্রতিবেদন শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৩৯ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪৩ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে