নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় সাজমুন নাহার (৪০) নামের এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, জান্নাতুল দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তাঁর মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা এক একজন অপরিচিত নারী (তাঁর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
জান্নাতুল তাঁর শিশুটিকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তাঁর সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে জানান।
কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজমুন নাহার স্বীকার করেছেন তার ওরশজাতজাত সন্তানটি প্রতিবন্ধী হওয়ায় তিনি আব্দুর রহমানকে চুরি করেছেন। আব্দুর রহমানকে তিনি নিজের সন্তান হিসেবে লালন পালন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় সাজমুন নাহার (৪০) নামের এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, জান্নাতুল দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তাঁর মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা এক একজন অপরিচিত নারী (তাঁর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
জান্নাতুল তাঁর শিশুটিকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তাঁর সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে জানান।
কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজমুন নাহার স্বীকার করেছেন তার ওরশজাতজাত সন্তানটি প্রতিবন্ধী হওয়ায় তিনি আব্দুর রহমানকে চুরি করেছেন। আব্দুর রহমানকে তিনি নিজের সন্তান হিসেবে লালন পালন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১২ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৫ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৫ মিনিট আগে