নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসফিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন শিশুটির বাবা মাওলানা আবু জাহের (৩৮)।
এ ঘটনায় জড়িত সন্দেহে ধনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু তাসফিয়া। আহত মাওলানা আবু জাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পূর্ব হাজীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ড পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির মো. আলম তাঁর একটি জমির মাটি পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. বাদশার কাছে বিক্রি করেন। কয়েক দিন ধরে ওই জমি থেকে মাটি কেটে নিচ্ছিলেন বাদশা। যে পরিমাণ মাটি কাটার কথা ছিল, তার চেয়ে বেশি মাটি কেটে নেন বাদশা। এ নিয়ে তাঁকে বাধা দিলে গত সোমবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলমদের ওপর হামলা চালান বাদশা। এ সময় তাঁকে বাধা দিতে এলে আলমের ভাই ফিরোজের অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মেরে জখম করে সন্ত্রাসীরা।
স্থানীয়রা আরও জানান, অতিরিক্ত মাটি কাটাতে বাধা দেওয়ার জেরে আজ বুধবার বিকেল ৪টার দিকে ভাড়াটে সন্ত্রাসী মহিন, রিমন, আকবর, নাঈমকে নিয়ে আলমদের বাড়িতে হামলা করতে আসেন বাদশা। এ সময় সন্ত্রাসীরা মালেকার বাবার দোকানে এসে আলমদের বাড়ির লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ওই বাজারের একটি দোকান থেকে মেয়ে তাসফিয়াকে জুস কিনে দিয়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয় তাসফিয়া ও মাওলানা আবু জাহেরসহ কয়েকজন। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাসফিয়া ও আবু জাহেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পৌঁছালে মারা যায় শিশু তাসফিয়া।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৫টার দিকে তাদের দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের শরীরে একাধিক গুলি লেগেছিল। এর মধ্যে শিশু তাসফিয়ার মুখ-মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লাগে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসফিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন শিশুটির বাবা মাওলানা আবু জাহের (৩৮)।
এ ঘটনায় জড়িত সন্দেহে ধনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু তাসফিয়া। আহত মাওলানা আবু জাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পূর্ব হাজীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ড পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির মো. আলম তাঁর একটি জমির মাটি পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. বাদশার কাছে বিক্রি করেন। কয়েক দিন ধরে ওই জমি থেকে মাটি কেটে নিচ্ছিলেন বাদশা। যে পরিমাণ মাটি কাটার কথা ছিল, তার চেয়ে বেশি মাটি কেটে নেন বাদশা। এ নিয়ে তাঁকে বাধা দিলে গত সোমবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলমদের ওপর হামলা চালান বাদশা। এ সময় তাঁকে বাধা দিতে এলে আলমের ভাই ফিরোজের অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মেরে জখম করে সন্ত্রাসীরা।
স্থানীয়রা আরও জানান, অতিরিক্ত মাটি কাটাতে বাধা দেওয়ার জেরে আজ বুধবার বিকেল ৪টার দিকে ভাড়াটে সন্ত্রাসী মহিন, রিমন, আকবর, নাঈমকে নিয়ে আলমদের বাড়িতে হামলা করতে আসেন বাদশা। এ সময় সন্ত্রাসীরা মালেকার বাবার দোকানে এসে আলমদের বাড়ির লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ওই বাজারের একটি দোকান থেকে মেয়ে তাসফিয়াকে জুস কিনে দিয়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয় তাসফিয়া ও মাওলানা আবু জাহেরসহ কয়েকজন। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাসফিয়া ও আবু জাহেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পৌঁছালে মারা যায় শিশু তাসফিয়া।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৫টার দিকে তাদের দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের শরীরে একাধিক গুলি লেগেছিল। এর মধ্যে শিশু তাসফিয়ার মুখ-মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লাগে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
লোশনটি ক্রয়ের পর তাঁর কাছে নকল বলে সন্দেহ হয়। মোড়কের গায়ে লেখা বারকোড স্ক্যান করে সংশ্লিষ্ট ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যোগাযোগ করলে তারা ওষুধটি নকল ও ফেক প্রোডাক্ট হিসেবে জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।
৪ মিনিট আগেবুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়াসংলগ্ন এলাকা থেকে একটি মাছ ধরার ডিঙি নৌকা ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে বিকেল ৫টার দিকে একই স্থান থেকে আরও একজনকে উদ্ধার করা হয়। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে অপর একটি মাছ ধরার ট্রলার একজন জেলেকে উদ্ধার করে।
২২ মিনিট আগেরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আলভী মল্লিক (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নবাবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগেকুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশ ইন) ভারতীয় ছয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করা হয়েছে। তারা তাদের এক আত্মীয়ের বাড়িতে ছিল বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার আলীনগর ভূতপুকুর এলাকা থেকে ওই ছয়জনকে আটক করে।
৩৭ মিনিট আগে