কক্সবাজার প্রতিনিধি
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ শনিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চার দিন ধরে আটকে পড়া পর্যটকেরা সন্ধ্যায় টেকনাফে ফিরেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
আজ সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে এমভি বার আউলিয়া ৪১৪ জন ও এমভি কেয়ারি ২৪৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যায় জাহাজ দুটি পুনরায় টেকনাফ ঘাটে পৌঁছেছে বলে জানান বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর।
হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘চার দিন আগে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন। আবহাওয়া অনুকূলে আসায় এই পথে প্রতিদিন জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটন মৌসুম উপলক্ষে পর্যায়ক্রমে অন্য জাহাজও চলাচল শুরু হবে।’
এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে দুই দফায় নৌ চলাচল বন্ধ রাখে টেকনাফ উপজেলা প্রশাসন।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত থেকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচলে অনুমতি দেওয়া হয়। আজ দুটি জাহাজ যথাসময়ে ও নিরাপদে সেন্ট মার্টিন আসা-যাওয়া করেছে। এতে আটকে পড়া পর্যটকেরাও ফিরেছেন।’
গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। আজ যোগ হয়েছে আরেকটি জাহাজ। পর্যায়ক্রমে আরও কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ শনিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চার দিন ধরে আটকে পড়া পর্যটকেরা সন্ধ্যায় টেকনাফে ফিরেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
আজ সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে এমভি বার আউলিয়া ৪১৪ জন ও এমভি কেয়ারি ২৪৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যায় জাহাজ দুটি পুনরায় টেকনাফ ঘাটে পৌঁছেছে বলে জানান বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর।
হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘চার দিন আগে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন। আবহাওয়া অনুকূলে আসায় এই পথে প্রতিদিন জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটন মৌসুম উপলক্ষে পর্যায়ক্রমে অন্য জাহাজও চলাচল শুরু হবে।’
এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে দুই দফায় নৌ চলাচল বন্ধ রাখে টেকনাফ উপজেলা প্রশাসন।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত থেকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচলে অনুমতি দেওয়া হয়। আজ দুটি জাহাজ যথাসময়ে ও নিরাপদে সেন্ট মার্টিন আসা-যাওয়া করেছে। এতে আটকে পড়া পর্যটকেরাও ফিরেছেন।’
গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। আজ যোগ হয়েছে আরেকটি জাহাজ। পর্যায়ক্রমে আরও কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৩ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে