উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক মোহাম্মদ জসিম হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে বালুখালী ৯ ও ১০ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা একরাম উল্লাহ, ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাকের, জাবের নুরুল আমিন ও আমির হোসেন।
এএসপি ফারুক আহমেদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে এপিবিএন পুলিশের বিশেষ টিম ক্যাম্প ৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জসিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারনামীয় ৫ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাঁচজনই রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ক্যাম্পের বাসিন্দা।’
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে সহকারী পুলিশ সুপার বলেন, ‘জসিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।’
গত বুধবার ভোরে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীরা মোহাম্মদ জসিমকে তাঁর শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জসিমের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুজন মাঝিসহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ১০ জনের অধিক সাধারণ রোহিঙ্গা। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনেই দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন ৩ রোহিঙ্গা। আহত হন এক রোহিঙ্গা মাঝি।
কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক মোহাম্মদ জসিম হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে বালুখালী ৯ ও ১০ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা একরাম উল্লাহ, ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাকের, জাবের নুরুল আমিন ও আমির হোসেন।
এএসপি ফারুক আহমেদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে এপিবিএন পুলিশের বিশেষ টিম ক্যাম্প ৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জসিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারনামীয় ৫ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাঁচজনই রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ক্যাম্পের বাসিন্দা।’
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে সহকারী পুলিশ সুপার বলেন, ‘জসিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।’
গত বুধবার ভোরে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীরা মোহাম্মদ জসিমকে তাঁর শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জসিমের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুজন মাঝিসহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ১০ জনের অধিক সাধারণ রোহিঙ্গা। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনেই দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন ৩ রোহিঙ্গা। আহত হন এক রোহিঙ্গা মাঝি।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে