নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হয়ে গেল ‘জয় বাংলা কনসার্ট’। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ আয়োজন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা প্রতিবছর এ আয়োজন ঢাকায় করলেও এবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) বেলা ৩টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় জয় বাংলা কনসার্ট। স্থানীয় ব্যান্ডদল ‘তীরন্দাজের’ গানের মাধ্যমে শুরু হয় ২০২৪ সালের এ কনসার্ট। এ আয়োজন শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে স্টেজের সামনে ভিড় জমাতে থাকেন উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা। এবারের কনসার্টে অংশ নিয়েছিল ৯টি ব্যান্ড। যার মধ্যে আছে আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইট, লালন, অ্যাভোয়েড রাফা, নেমেসিসের মত জনপ্রিয় ব্যান্ডদল।
৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি। এবার চট্টগ্রামে যে কনসার্ট আয়োজন করা হয়েছে তা তত্ত্বাবধান করছে চট্টগ্রাম জেলা ও নগর পুলিশ প্রশাসন। কনসার্ট ঘিরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কনসার্টে নারী দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জোন। স্টেডিয়ামের ভেতরেই রাখা হয়েছে খাবার ও পানীয় স্টল।
এদিকে স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টটি উপভোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল।
অনুষ্ঠান উপভোগ করতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়াদে আহমেদ পলক সাংবাদিকদের জানান, এ চট্টগ্রামে অনেক বিপ্লবী ও বীরের জন্ম হয়েছে। চট্টগ্রামের মাটি বিপ্লবী ও বীরদের মাটি। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে আমাদের তরুণ প্রজম্ম ৭ মার্চের চেতনায় উজ্জীবিত হোক।
এদিকে জয় বাংলা কনসার্ট উপলক্ষে সকাল থেকেই নগরীতে ছিল অন্যরকম উন্মাদনা। কনসার্ট শুরু হওয়ার পর তারুণ্যের উল্লাসে মাতে পুরো এম এ আজিজ স্টেডিয়াম। একদিকে মঞ্চে বহমান সুরের ধারা অন্যদিকে গ্যালারি জুড়ে তারুণ্যের উল্লাস। দুইয়ে মিলে একাকার তারুণ্য।
চট্টগ্রামে হয়ে গেল ‘জয় বাংলা কনসার্ট’। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ আয়োজন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা প্রতিবছর এ আয়োজন ঢাকায় করলেও এবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) বেলা ৩টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় জয় বাংলা কনসার্ট। স্থানীয় ব্যান্ডদল ‘তীরন্দাজের’ গানের মাধ্যমে শুরু হয় ২০২৪ সালের এ কনসার্ট। এ আয়োজন শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে স্টেজের সামনে ভিড় জমাতে থাকেন উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা। এবারের কনসার্টে অংশ নিয়েছিল ৯টি ব্যান্ড। যার মধ্যে আছে আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইট, লালন, অ্যাভোয়েড রাফা, নেমেসিসের মত জনপ্রিয় ব্যান্ডদল।
৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি। এবার চট্টগ্রামে যে কনসার্ট আয়োজন করা হয়েছে তা তত্ত্বাবধান করছে চট্টগ্রাম জেলা ও নগর পুলিশ প্রশাসন। কনসার্ট ঘিরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কনসার্টে নারী দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জোন। স্টেডিয়ামের ভেতরেই রাখা হয়েছে খাবার ও পানীয় স্টল।
এদিকে স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টটি উপভোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল।
অনুষ্ঠান উপভোগ করতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়াদে আহমেদ পলক সাংবাদিকদের জানান, এ চট্টগ্রামে অনেক বিপ্লবী ও বীরের জন্ম হয়েছে। চট্টগ্রামের মাটি বিপ্লবী ও বীরদের মাটি। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে আমাদের তরুণ প্রজম্ম ৭ মার্চের চেতনায় উজ্জীবিত হোক।
এদিকে জয় বাংলা কনসার্ট উপলক্ষে সকাল থেকেই নগরীতে ছিল অন্যরকম উন্মাদনা। কনসার্ট শুরু হওয়ার পর তারুণ্যের উল্লাসে মাতে পুরো এম এ আজিজ স্টেডিয়াম। একদিকে মঞ্চে বহমান সুরের ধারা অন্যদিকে গ্যালারি জুড়ে তারুণ্যের উল্লাস। দুইয়ে মিলে একাকার তারুণ্য।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে