Ajker Patrika

চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন, কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাছের দোকানের কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মনির আহমদ (৩৮)। তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া আবু ছিদ্দিকের ছেলে।

চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কাঁচাবাজারে মাছের ব্যবসা করতেন মনির আহমদ। তাঁর দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তাঁর আপন মামাতো ভাই মোহাম্মদ মারুফ ও আজাদ ওরফে বাবু। কিছু দিন আগে মাছের দোকানে টাকার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে আজাদকে চড় মারেন মনির। এতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সোয়া ১২টার দিকে মনির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মারুফ, আজাদসহ আরও কয়েকজন যুবক মনিরের গতিরোধ করেন। তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মনিরকে ছুরিকাঘাত করেন আজাদ। এ সময় গুরুতর আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, মনিরের বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সেখানে গভীর ক্ষত হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য মনিরের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে মামলা হিসেবে নেওয়া হবে। হত্যাকাণ্ডে যাঁরা অভিযুক্ত, তাঁদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত