সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’
এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’
এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে